করোনা ভাইরাসে ক্রিস্টিয়ানো রোনালদোর গোপন অনুশীলন - Share Bazar News 24hours

Post Top Ad

demo-image

করোনা ভাইরাসে ক্রিস্টিয়ানো রোনালদোর গোপন অনুশীলন

Share This
Responsive Ads Here
করোনা ভাইরাসে পুরো দেশ লকডাউন থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোপন অনুশীলন মানতে পারেনি প্রশাসন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে দেয়া হয়েছে হুঁশিয়ারি।ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানির দেহে করোনা ধরা পড়ার পরপরই ক্লাব ছেড়ে যে যার দেশে চলে যাওয়ার অনুমতি পান জুভেন্টাস ফুটবলাররা। এসময় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয় তাদের। অনুমতি পেয়ে জন্মভূমি পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো। সেখানে ছিলেন কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন শেষে তাকে দেখা গেছে মাদেইরার রাজধানী ফুঞ্চালের ক্লাব সিডি ন্যাসিওনালের মাঠে গোপনে অনুশীলন করতে। এভাবে অনুশীলন সহজভাবে নেয়নি কর্তৃপক্ষ। মাদেইরা অঞ্চলের স্বাস্থ্য প্রধান পেদ্রো রামোসের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন সিআর সেভেন। তাকে লকডাউন আইন যথাযথভাবে মানতে বলা হয়েছে।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages