প্রিয় পাঠক আবার হাজির হলাম আপনাদের কাছে নতুন পর্ব নিয়ে। আজ থাকছে আইপিএল এর দল দিল্লী ক্যাপিটালস এর সম্পর্কে বিস্তারিত।
দলটির
মালিক হলো জি এম আর স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং জি এস ডাব্লিউ স্পোর্টস প্রাইভেট লিমিটেড।
এই
দলের কোচ হলেন রিকি পন্টিং।
এই
দলটি তার হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে অরুন জেটলি স্টেডিয়াম।
এবার
এই দলের অধিনায়ক শ্রেয়াস ইয়ার
এবার চলুন জেনে নেই কারা খেলবে দিল্লির জার্সি পরে।
শ্রেয়াস ইয়ার
নিজের
অভিষেক টূর্ণামেন্টে আইপিএল এর এমারজিং প্লেয়ার অ্যাওয়ার্ড পাওয়া এই ব্যাটসম্যান এবার খেলবেন দিল্লী ক্যাপিটালস এর হয়ে।
অজিঙ্কা রাহানে
ভারতের
জাতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। এ
পর্যন্ত আইপিএল এ ১৪৯টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যান এবার খেলবেন দিল্লী ক্যাপিটালস এ।
অমিত মিশ্র
আইপিএল
এর অন্যতম সফল এই লেগ স্পিনার আইপিএল এ এখন পর্যন্ত খেলেছেন ১৫০টি ম্যাচ আর এতে তার শিকার ১৬০টি উইকেট। তিনি
হতে পারেন দিল্লির স্পিন আক্রমণের মূল অস্ত্র।
এনরিক নর্টেজে
সাউথ
আফ্রিকার এই গতি তারকা এবার ঝড় তুলবেন দিল্লী ক্যাপিটালস এ। এপর্যন্ত
আইপিএল এ ১৬টি ম্যাচ খেলে তার শিকার ২২টি উইকেট।
আভাস খান
২০১৭
সালে আইপিএল খেলা শুরু করেন মধ্যা প্রদেশ থেকে উঠে আশা এই ফাস্ট বোলার। এপর্যন্ত
আইপিএল এ ৯টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৫টি উইকেট।
আক্সার প্যাটেল
গুজরাট
এর এই বোলিং অলরাউন্ডার আইপিএল খেলা শুরু করেন ২০১৪ সালে। এপর্যন্ত
আইপিএল এ ৯৭টি ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৯১৩ রান আর বল হাতে নিয়েছেন ৮০টি উইকেট।
ক্রিস ওয়াক্স
১৮
ম্যাচ এ ২৫ উইকেট নেয়া এই বোলার এবার খেলবেন দিল্লী ক্যাপিটালস এর হয়ে।
ইশান্ত শর্মা
২০০৮
সালে আইপিএল শুরু করা এই বোলার এবার ১কোটি ১০লক্ষ রুপি তে খেলবেন দিল্লী ক্যাপিটালস এর হয়ে। এ
পর্যন্ত ৯০টি ম্যাচ খেলে তার শিকার ৭২টি উইকেট।
কাগিসো রাবাদা
সাউথ আফ্রিকান
এই বোলার এবার খেলবেন দিল্লী তে এ পর্যন্ত ৩৫টি ম্যাচ এ ৬১টি উইকেট নিয়েছেন তিনি।
লালিত যাদব
এবারই
প্রথম আইপিএল খেলবেন ললিত। দিল্লী তাকে কিনেছে ২০ লক্ষ রুপি তে।
মার্কোস স্ট্যানিস
অস্টেলিয়ান
এই অলরাউন্ডার এবার খেলবেন দিল্লী তে।
তার
জন্য দিল্লী কে গুনতে হলো ৪.৮ কোটি রুপি।
প্রাভিন ডুবে
কর্ণাটকের
এই লেগ স্পিনার এবার খেলবেন দিল্লী তে। এপর্যন্ত আইপিএল এ ম্যাচ খেলেছেন মাত্র ৩টি।
পৃথ্বী শ
পৃথিবী
কে পরবর্তী শচীন বলা হয়। ১৮ বছর বয়সে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু
করা এই ক্রিকেটার এবার খেলবেন দিল্লীর হয়ে।
রাবি চন্দ্রণ আশ্বিন
ভারতের
অন্যতম স্পিন সুপারস্টার এই পর্যন্ত আইপিএল এ ম্যাচ খেলেছেন ১৫৪টি আর উইকেট নিয়েছেন
১৩৮টি।
ঋষভ পান্থ
ভারতের
এই উইকেট-কিপার এ পর্যন্ত আইপিএল এ ম্যাচ খেলেছেন ৬৮টি আর রান করেছেন ২০৭৯। যার মধ্যে
অর্ধশতক ১২টি আর শতক ১টি।
শিখর ধাওয়ান
২০০৮ সালে
আইপিএল খেলা শুরু করেন শিখর। এ পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৫১৯৭ রান।
সিমরন হেটমায়ার
ক্যারাবিয়ান
এই ব্যাটসম্যান ২০১৯ সালে আইপিএল খেলা শুরু করেন। এই পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে তার সংগ্রহ
২৭৫রান।
স্টিভ স্মিথ
অস্ট্রেলিয়ার
এই ব্যাটসম্যান এবার খেলবেন দিল্লির হয়ে। এ পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলে তার সংগ্রহ ২৩৩৩
রান।
উমেশ যাদব
ভারতীয়
এই ফাস্ট বোলার এখন পর্যন্ত আইপিএল এ ১২১টি ম্যাচ খেলে ১১৯টি উইকেট নিয়েছেন।
প্রিয় পাঠক এই ছিল আজকের আয়োজন। আইপিএল এর সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
লেখকঃ মোঃ ইফতেখারুল ইসলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন