আইপিএল-১৪ রোজনামচা [পর্ব-৩] - Share Bazar News 24hours

Post Top Ad

Responsive Ads Here

আইপিএল-১৪ রোজনামচা [পর্ব-৩]

Share This

 


প্রিয় দর্শক আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নুতুন পর্ব নিয়ে

আজ থাকছে আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এর সম্পর্কে আলোচনা এবং এই দল এর খেলোয়াড় দের পরিচয়

এবার ২৬ জন খেলোয়াড় নিয়ে দল গড়েছে চেন্নাই সুপার কিংস

চলুন দেখে নিই কারা এবার মাঠে নামছে ২০১০,২০১১,২০১৮ এর বার এর চ্যাম্পিয়ান দের হয়ে.

1.   মহেন্দ্র সিং ধোনি

ভারতের হয়ে ২০১১ এর ওয়ার্ল্ডকাপ বিজয়ী অধিনায়ক মহেন্ধ্যাসিং ধোনি এবার থাকছেন চেন্নাই এর অধিনায়কআইপিএল ২০৪ টি ম্যাচ খেলেছেন তিনিচেন্নাই কে ৩বার আইপিএল জিতিয়ে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক

.ভগৎ ভার্মা : আইপিএল এবার চেন্নাই এর হয়ে খেলবেন এই ক্রিকেটের

. ইমরান তাহির :

৩৭বছর বয়সী সাউথআফ্রিকা এর এই স্পিনার এখনো খেলে চলেছেন২০ ওভার এর ক্রিকেট বর্তমানে নম্বর বোলারএই পর্যন্ত আইপিএল ৫৮টি ম্যাচ খেলেছেন তিনি

.হরিশঙ্কর রেড্ডি :

৫.ঋতুরাজ গাইকবাদ

২২ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যান যার জন্ম পুনে তে. তিনি একজন নিয়মিত পারফরমার তার আঞ্চলিক দল মহারাষ্ট্রের হয়ে. ভারতের ঘরোয়া লীগ

সায়ীদ মুশতাক আলী ট্রফি তে ২০১৮-১৯মৌসুমে সর্বোচ্চ রান করা এই ক্রিকেটের এর মূল্য ২০ লক্ষ টাকা

.মঈন আলী

ইংল্যান্ড এর এই অফ স্পিনার তার আইপিএল ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালেএখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন৩টি হাফ সেঞ্চুরি সহ তার সংগ্রহ ৩০৯ রান আর উইকেট ১০টিএই বছর তিনি খেলবেন চেন্নাই এর হয়ে

.সি.হরিনিশান্ত

এই ভারতীয় ক্রিকেটের এবারই প্রথম ডাক পেলেন আইপিএল

.রবীন্দ্র জাদেজা

ভারতীয় স্পিন অলরাউন্ডার ব্যাট বল হাতে সমান কার্যকর২০০৮ সালে আইপিএল খেলা শুরু করে এখন পর্যন্ত ১৮৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে তার সংগ্রহ ২১৫৯ রান,যার মধ্যে রয়েছে ১টি অর্ধশতকআর বল হাতে তিনি নিয়েছেন ১১৪টি উইকেট

.দীপক চাহার

২০১৬ সালে আইপিএল অভিষেক হওয়া এই বলার এর  জন্ম আগ্রাতেএই পর্যন্ত আইপিএল খেলেছেন ৪৮টি ম্যাচ আর তার উইকেট এর সংখ্যা ৪৫টি

১০.নারায়ণ জগদীশান

শবে মাত্র ২০২০ সালে আইপিএল অভিষেক হওয়া এই উইকেটকিপার ব্যাটসম্যান গত মৌসুমে ৫টি ম্যাচ খেলার সুযোগ পান এবার চেন্নাই এর হয়ে ভালো পারফর্ম করে নিজেকে চিনাতে ১০০% উজাড় করে দেয়ার লক্ষ থাকবে তাতে কোনো সন্দেহ নেই

১১.সুরেশ রায়না

২০০৪ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপ ভারতের অন্যতম সেরা পারফরমার এখন হয়ে উঠেছেন আইপিএল চেন্নাই এর নিয়মিত মুখবাঁহাতি এই ব্যাটসম্যান অফ স্পিন বল এও দারুন কার্যকরএই পর্যন্ত আইপিএল খেলেছেন ১৯৩টি ম্যাচ ব্যাট হাতে একটি শত রান সহ করেছেন ৫৩৬৮ রান আর বল হাতে নিয়েছেন ২৫টি উইকেট

১২.কে এম আসিফ

জন্ম বড় হওয়া কেরালায় আর এবারই প্রথম চেন্নাই এর হয়ে খেলবেন এই ক্রিকেটার

১৩.শার্দুল ঠাকুর

২০১৫ সালে আইপিএল খেলতে শুরু করে এই বলার এবার চেন্নাই এর হয়ে খেলবেন আর তার জন্য চেন্নাই কে গুনতে হবে ২কোটি ৬০লক্ষ রুপি

১৪.আর সাই কিশোর

২৪ বছর বয়সী এই স্পিনার এবারই প্রথম দল পেয়েছেন আইপিএল এর নিলামেএখন দেখার বিষয় যে চেন্নাই তাকে কত টুকু কাজে লাগবে

১৫.ফাফ ডু প্লেসিস

১কোটি ৬০লক্ষ রুপি তে চেন্নাই কিনলো এই প্রোটিয়া কে২০১৩ সাল থেকে এই ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৮৪টি ম্যাচ

১৬.দ্বায়নে ব্রাভো

ব্যাট বল সমান কার্যকর এই ক্যারাবিয়ান এবার খেলবেন চেন্নাই এর হয়ে২০০৮ সালে প্রথম আইপিএল থেকে এই পর্যন্ত সবগুলো আইপিএল দল পাওয়া এই অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ১৪০টি ম্যাচ ,যাতে ব্যাট হাতে তার সংগ্রহ ১৪৯০ রান আর বল হাতে সংগ্রহ ১৫৩টি উইকেট

১৭.জোশ হাজল উড 

অস্ট্রেলিয়া টেস্ট দলের নিয়মিত সদস্য এই বলার ২০১২ সালে আইপিএল অভিষিক্ত হলেও এই পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন

১৮.চেতেশ্বর পূজারা

২০১০ সালে আইপিএল খেলা শুরু করেন চেতেশ্বর পূজারাএখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছেন তিনি

১৯. কারন শর্মা

চেন্নাই এই লেগ স্পিনার কে ৫কোটি রুপি তে কিনলো এই মৌসুমের জন্য

২০১৩ সাল থেকে এই পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন তিনি

২০.লুঙ্গি এন গিডি

দীর্ঘকায় এই প্রোটিয়া পেসার ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন সাউথআফ্রিকার হয়ে২০১৮ সালে আইপিএল অভিষেক হয় তার

২১.আম্বাতি রায়ুডু

২০০৪ সালে অনুরধ ১৯ বিশ্বকাপ ভারতের অধিনায়ক ছিলেন রায়ুডু

আন্তর্জাতিক বেশি ভালো করতে না পারলেও আইপিএল বেশ আলো ছড়িয়েছেন এই ব্যাটসম্যান ২০১০-২০২০ এই সময়ে ১৫৯ ম্যাচে ৩৬৫৯রান করেছেন তিনি

২২.মিচেল স্যান্টনের

৫০লক্ষ রুপি তে চেন্নাই এবারো কিনেছে এই কিউই ক্রিকেটের কে ২০১৯ সালে এই চেন্নাই এর হয়েই অভিষেক হয় সান্টনারের

২৩.কৃষ্ণাপ্পা গৌতম

২০১৮ সালে আইপিএল শুরু করা এই ক্রিকেটের এই পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৪টি

২৪.স্যাম কুররান

২৩বছর বয়সী এই ব্রিটিশ আইপিএল খেলা শুরু করেন ২০১৯ সালে

এই পর্যন্ত ২৩ ম্যাচ থেকে তার উইকেট ২৩ টি

চেন্নাই সুপার কিংস এবার তাকে কিনেছে ৫কোটি ৫০লক্ষ রুপিতে

২৫.রবিন উথাপ্পা

২০০৪ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপ ভারতের ওপেনিং ব্যাটসম্যান রবিন ভারতের জাতীয় দলের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ খেলেন ২০০৭ সালে

২০০৮ এর ১ম আইপিএল থেকে এই পর্যন্ত ১৮৯ টি ম্যাচ খেলে এই ব্যাটসম্যান এর সংগ্রহ ৪৬০৭ রান যার মধ্যে রয়েছে ২৪টি অর্ধশতক

এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে থাকবে অন্য কোনো দলের পরিচিতি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here