শাওমি নোট সিরিজের নতুন ফোন - Share Bazar News 24hours

Post Top Ad

Responsive Ads Here

শাওমি নোট সিরিজের নতুন ফোন

Share This

Xiomi সিরিজের নতুন ফোন:

 সম্প্রতি শাওমি রেডমি নোট ৯ সিরিজ এবং নোট ১০ লাইট সিরিজের ২ টি ফোন প্রকাশ করল। শাওমির স্মার্টফোনগুলোর নাম দেখে অনেকে দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারেন। একই ধরনের স্পেসিফিকেশন চীনে একটি শাওমি ফোনের মডেলের নাম একেক রকম। আবার গ্লোবাল ভার্সনে সেই নাম পরিবর্তিত হয়ে অন্য নাম ধারণ হয়। এমনটি আগেও ঘটেছে। তারই ধারাবাহিকতায় শাওমি নতুন ঘোষণা করল রেডমি নোট ৯ এবং রেডমি নোট ৯ প্রো গ্লোবাল মডেলের নতুন দুটি স্মার্টফোন। সেই সাথে এসেছে MI নোট ১০ লাইট স্মার্টফোন।


চলুন জেনে নিই কী কি আছে নতুন এই ফোনগুলোয় ।

রেডমি নোট ৯:


শাওমি রেডমি নোট ৯ এর ডিজাইন দেখলে পরিচিত মনে হবে, কারণ এরকম দেখতে শাওমির অনেক ফোন বের হয়েছে । রেডমি নোট ৯ ফোনে দেয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চি আইপিএস স্ক্রিন যাতে থাকছে ফুল HD রেস্যুলেশন।
এর পেছনের দিকে চারটি ক্যামেরা আছে যা ৪৮+৮+২+২ মেগাপিক্সেল, আর সামনের দিকে পাঞ্চ হোল সিস্টেমে স্ক্রিনের উপরের দিকে বামপাশে থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।পেছনের ক্যামেরার নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।রেডমি নোট ৯ ফোনে ব্যবহার করা হয়েছে নতুন মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট যা গেমারদের জন্য সুবিধাজনক হবে।র‍্যাম ও স্টোরেজ হিসেবে এতে আছে ৩/৪জিবি র‍্যাম এবং স্টোরেজ ক্ষমতা ৬৪/১২৮জিবি।
ফোনটিতে আছে ৫০২০ এমএএইচ ব্যাটারি সহ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।এন্ড্রয়েড ১০ চালিত রেডমি নোট ৯ ফোনটি বাজারে আসবে মে মাসের মধ্যেই।এর দাম শুরু হবে ১৯৯ ডলার থেকে (৩/৬৪জিবি), আর যদি ৪/১২৮জিবি কিনতে চান, তাহলে দাম পড়বে প্রায় ২৪৯ ডলার।

শাওমি রেডমি নোট ৯ প্রো:
শাওমি রেডমি নোট ৯ প্রো ফোনে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি আইপিএস স্ক্রিন যাতে আছে ফুল HD + রেস্যুলেশন।
এর পেছনের দিকে চারটি ক্যামেরা আছে  যা যথাক্রমে ৬৪+৮+৫+২ মেগাপিক্সেল, আর সামনের দিকে পাঞ্চ হোল সিস্টেম। স্ক্রিনের উপরের দিকে মাঝখানে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কেসিংয়ের ডানপাশে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।রেডমি নোট ৯ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। র‍্যাম ও স্টোরেজ হিসেবে পাওয়া যাচ্ছে ৬/৬৪জিবি এবং ৬/১২৮জিবি।ফোনটিতে বেটারি ব্যবহার করা হয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি এবং যাতে আছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এন্ড্রয়েড ১০ চালিত রেডমি নোট ৯ প্রো গ্লোবাল ভার্সন বাজারে আসবে মে মাসের মধ্যেই। এর দাম শুরু হবে ৬/৬৪জিবির জন্য ২৬৯ ডলার।আর ৬/১২৮জিবির জন্য দাম পড়বে ২৯৯ ডলার।

শাওমি মি নোট ১০ লাইট:
শাওমি মি নোট ১০ লাইট ফোনে আছে হয়েছে ৬.৪৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন যার রেস্যুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল
এর পেছনের দিকে পাঁচটি ক্যামেরা লেন্স আছে যা ৬৪+৮+৮+৫+২ মেগাপিক্সেলের আর সামনের দিকে আছে ওয়াটারড্রপ সিস্টেম। স্ক্রিনের উপরের দিকে মাঝখানে থাকছে ১৬ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ফোনটির স্ক্রিনের ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।শাওমি মি নোট ১০ লাইট ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। র‍্যাম ও স্টোরেজ হিসেবে এর ৬/৬৪জিবি এবং ৬/১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন। ফোনটিতে ৫২৬০ এমএএইচ এর  ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এন্ড্রয়েড ১০ চালিত শাওমি মি নোট ১০ লাইট বাজারে আসবে মে মাসের মধ্যেই। এর দাম শুরু হবে ৬/৬৪জিবির জন্য ৩৭৯ ডলার।আর  ৬/১২৮জিবির জন্য দাম পড়বে ৪৩৩ ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here