কবে নাগাদ থামবে করোনা মহামারী? - Share Bazar News 24hours

Post Top Ad

Responsive Ads Here

কবে নাগাদ থামবে করোনা মহামারী?

Share This
কবে নাগাদ থামবে করোনা মহামারী?
বর্তমানে বিশ্বে করোনা পরিস্থিতি ভয়ানক রূপ নিয়েছে। বাংলাদেশেও এর বেতিক্রম নয়। এতদিন  করোনার ভ্যাকসিন নিয়ে সবাই আসার আলো দেখলেও  এখন তাতেও আশংকা দেখা দিয়েছে।কারণ বিশ্বে শুরুতে করোনা ভাইরাস এর গতি ও প্রকৃতি একই মনে হলেও বর্তমানে কোরোনার  প্রকৃতি ও ধরণ পরিবর্তনশীল পরিলক্ষিত হয়েছে। ফলে বর্তমানে গবেষণাধীন ভ্যাকসিনগুলো কতটা কার্যকর হবে তা চিন্তার বিষয়।চীনের করোনার সাথে বাংলাদেশে আসা করোনা এবং যুক্তরাষ্টের করোনা কিংবা ব্রাজিল এর কোরোনার মধ্যে অনেক অমিল রয়েছে।তাই চীন, যুক্তরাষ্ট্র কিংবা অন্য রাষ্ট্র গুলো যদি ভ্যাকসিন আবিষ্কার করেও থাকে তাহলে তা হয়তো সেই সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য প্রকৃতির কোরোনার ক্ষেত্রে তা কতটা কার্যকর হবে তাও চিন্তার বিষয়।
বর্তমানে বিভিন্ন গবেষণা বলছে বর্তমান বিশ্বে ৮০ থেকে ৯০ পার্সেন্ট মানুষ কোরোনায় আক্রান্ত হবে।  তাই যারা ভ্যাকসিন এর উপর নির্ভর করে বসে আছে তারা চরম ভুল করবে।ভ্যাকসিনের আসায় বসে না থেকে শরীরের ইমিউন সিস্টেম কে বাড়াতে পারলে বরং সেটাই বেশি কাযর্করী হৰে। আর ইতিমদ্ধে বিভিন্ন রাষ্ট্র অর্থনীতিক স্থবিরতার কারণে ক্রমেই লক ডাউন তুলে নিতে বাদ্ধ হচ্ছে। তার বদলে বরং আক্রান্ত হয়ে এর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার নীতিতে চলে যাচ্ছে।যার ফলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে। বাংলাদেশও বর্তমানে এই নীতি গ্রহণ করেছে।কারণ একেতো বাংলাদেশের মানুষ লক ডাউন মানে নি তার উপর বেশির ভাগ মানুষ গরিব এবং যারা দিনে আনে দিনে খায় এমন মানুষের সংখ্যাই বেশি  এবং উপার্জন এর জন্য প্রতিদিন তাদের ঘর থেকে বের হতে হয়।  তার উপর বাংলাদেশ একটি  ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে অল্প জায়গযায় অধিক মানুষ বসবাস করে। তাই এখানে সংক্রমণের ঝুঁকিও বেশি।
এইদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে আবার করোনা ভাইরাস ছড়িয়েছে। যা আগের করোনা ভাইরাস থেকে অনেকটা ভিন্নতর।এমনটাই জানিয়েছে বেইজিং। সম্পূর্ণ অজানা উপায়ে রূপ পাল্টাচ্ছে এই ভাইরাসটি । এর ফলে আরো কঠিন হয়ে পড়বে ভাইরাস টি নিয়ন্ত্রণের। মহামারীর শংকায় এটি মধ্যে আবার লক ডাউন করা হয়েছে। 
কিছুদিন আগে যুক্তরাষ্টে এক গোপন নথি ফাঁস হয়েছে যেখানে প্রকাশিত হয়েছে করণের পদুর্ভাব আগামী বছরের জুন জুলাই এর আগে কমবে না।  আর বিশ্ব স্বাভাবিক হতে লাগবে আরো তিন থেকে পাঁচ বছর। তাই শরীরের ইমিউন সিস্টেম বাড়ানোর পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে জীবনযাপনে অভ্যাস করাটাই শ্রেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here