অপেক্ষার পালা শেষে শুরু হলো আইপিএল এর ১৪তম আসর। ১ম ম্যাচে মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু এবং মুবাই ইন্ডিয়ান্স। এতে শেষ বলের রোমাঞ্চকর জয় দিয়ে আসরে শুভ সূচনা করেছে বিরাট কোহলির দল।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই-১৫৯/৯ [২০]
রোহিত শর্মা -১৯
ক্রিস লীণ -৪৯
সুরিয়া কুমার -৩১
ঈশান কিষান-২৮
ব্যাঙ্গালুরু-১৬০-৮ [২০]
গ্লেন ম্যাক্সওয়েল -৩৯
এ বি ডি ভিলিয়ার্স -৪৮
ফল -ব্যাঙ্গালুরু ২উইকেটে জয়ী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন