ফেসবুক মেসেঞ্জারে ৫০ জনের গ্রুপ ভিডিও কল করার সুবিধা চালু:
এদিকে জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপ এসময়ে সবার নজর কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে ফেসবুক পিছিয়ে থাকবে কেন? তাদের মেসেঞ্জার দিয়ে বাজিমাত করতে নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সোশ্যাল মিডিয়া।
মেসেঞ্জার রুমস নামে ফেসবুক মেসেঞ্জারের নতুন এই ফিচার ব্যবহার করে আপনি একটি গ্রুপ ভিডিও কল তৈরি করতে পারবেন এবং লিংকের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারবেন। যার কাছেই লিংক থাকবে সে যে কোনো ফেসবুক একাউন্ট ছাড়াই এবং কোথাও সাইন ইন না করে সরাসরি ভিডিও কলে যুক্ত হতে পারবেন। চাইলে এই কল গুলোর প্রাইভেসি সেট করে দিতে পারবেন এবং দেখতে পারবেন কারা কারা এই ভিডিও কনফারেন্সে দেখতে পারবে বা যুক্ত হতে পারবে। কলের সময় হবে আনলিমিটেড। আগে মেসেঞ্জারে ৮ জন পর্যন্ত সব্বোর্চ গ্রুপ ভিডিও কল করা যেত।
যদি কোন ভিডিও কনফারেন্স কেউ পাবলিক করে রাখে এবং ফেসবুকে শেয়ার করে তাহলে মানুষজন ফেসবুক নিউজ ফিডে সেই ভিডিও কনফারেন্সগুলো দেখতে পাবে এবং জয়েনও করতে পারবে।
ভিডিও কলে অংশগ্রহণকারীরা নিজেদের ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে। এমনকি মেসেঞ্জার এর বিভিন্ন AR ফিল্টারও ব্যবহার করতে পারবে। এতে ৩৬০° ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায় যা কেউ নড়ার সাথে সাথে স্থান পরিবর্তন করে।
ফেসবুকেরই আরেকটি অ্যাপ হোয়াটসঅ্যাপেও এখন থেকে ৮ জন পর্যন্ত ভিডিও কনফারেন্স করা যাবে। আগে হোয়াটসঅ্যাপে চারজনের ভিডিও কনফারেন্স করতে পারতো । হোয়াটসঅ্যাপের ভিডিও কলগুলো এন্ড টু এন্ড এনক্রিপটেড হবে, কিন্তু তা ফেসবুকের ভিডিও কলগুলো হোয়াটসঅ্যাপের মত এনক্রিপটেড হবেনা। এই ব্যাপারে ফেসবুক বলেছে তারা ব্যবহারকারীদের ভিডিও কলে কোন ধরণের আড়ি পাতবে না।
মেসেঞ্জার রুমস এর নতুন ফিচারটি শীঘ্রই সবার সেটিংস এ চলে আসবে। মূলত একটি স্ট্যাটাস যেভাবে আপডেট করা হয় ঠিক একই ভাবে ফেসবুক অ্যাপ থেকে একটি ভিডিও কল শেয়ার করা যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন