লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা - Share Bazar News 24hours

Post Top Ad

demo-image

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা

Share This
Responsive Ads Here

গতকাল লিবিয়ায় দক্ষিনাঞ্চলীয় শহর মিজদাতেতে বাংলাদেশিসহ ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার ডেইলি সাবাহার তুরস্ক সরকার সমর্থিত খবরে বলা হয়, এক পাচারকারী পরিবার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঐ পাচারকারী আগেই মারা গেছে। সেই মৃত্যুর দায় চাপিয়েছে  তার স্বজনরা এই অভিবাসীদের ওপর । এজন্যই তাদের হত্যা করা হয়।বেঁচে যাওয়া বাংলাদেশির বর্ণনায় আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত লিবিয়ার জাতীয় সরকার জিএনএ জানিয়েছে, মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং ৪ জন আফ্রিকান অভিবাসী মারা গেছেন। আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের জিন্টনের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএম এর লিবিয়া কার্যালয়ের মুখপাত্র সাফা মেশেলি বলেন, আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর শুনেছি এবং আরো বিশদভাবে জানার চেষ্টা করছি। যারা বেঁচে গেছেন তাদের সহায়তা করার  চেষ্টা করছি ।তেল নির্ভর অর্থনীতির দেশ লিবিয়া, দীর্ঘদিন ধরে অভিবাসীদের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। কাজের সন্ধানে আফ্রিকার ও এশিয়ার অনেক দেশ থেকে তরুণেরা অবৈধ পথে এ দেশটিতে পাড়ি জমায়। যাদের  মধ্যে বেশির ভাগের চেষ্টা করে  ভূমধ্যসাগর পেরিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার।

Comment Using!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages