আইপিএল-১৪ রোজনামচা [পর্ব -১] - Share Bazar News 24hours

Post Top Ad

demo-image

আইপিএল-১৪ রোজনামচা [পর্ব -১]

Share This
Responsive Ads Here


 আইপিএল এর ১৪তম আসর শুরু ৯এপ্রিল ২০২১থেকে। ভারতীয় ঘরোয়া এই টি-২০লিগ ২০০৮ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। এবার ২বছর পর আবারো ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট উৎসব। বলা হয়ে থাকে যে আইপিএল শুরু হলে ভারত বনধ শুরু হয়। কারণ দেশের ১৩৮ কোটি মানুষ মেতে ওঠে আইপিএল উৎসবে। এবারের আইপিএল এ থাকছে; লিগ পর্ব,কোয়ালিফায়ার ,এলিমিনাটোর এবং ফাইনাল সহ ৬০টি ম্যাচ। এবার আসা যাক ভেন্যু প্রসঙ্গে। আইপিএল এর ১৪তম আসর  অনুষ্ঠিত হবে ভারতের ৬টি ভেন্যুতে। সেগুলো হলো ;১.আহমেদাবাদ ,২.বেঙ্গালুরু ,৩.চেন্নাই ,৪.দিল্লী ,৫.মুম্বাই এবং ৬.কলকাতা। করোনা সংক্রমনের কারনে এবার আইপিএল এ কোনো দর্শক মাঠে উপস্থিত হতে পারবেন না। প্রিয় পাঠক ,আইপিএল নিয়ে এই ছিল আমাদের প্রথম পর্বের আয়োজন। এই আয়োজন পুরো আইপিএল ব্যাপী থাকছে শুধু আপনাদের জন্য। আগামী পর্ব গুলোতে থাকছেঃ ১.আইপিএল এর সময়সূচী, ২.আইপিএল এর দল সমুহের পরিচিতি ,৩.খেলোয়াড় দের তালিকা 

৪.প্রতি ম্যাচের বিশ্লেশন। 

এই বিশাল আয়োজনে আমাদের সাথেই থাকুন।

লেখকঃ মোঃ ইফতেখারুল ইসলাম 

Comment Using!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages