এমআইইউআই এর নতুন ভার্সন MIUI 12 প্রকাশিত :
শাওমি স্মার্টফোনে এমআইইউআই এর নতুন ভার্সন MIUI 12 প্রকাশিত হয়েছে। এমআইইউআই এবং আগের এন্ড্রয়েডের মধ্যে প্রধান পার্থক্য হল এর ফিচার এবং ইউজার ইন্টারফেসে। অ্যান্ড্রয়েড এর মূল বৈশিষ্ট্যগুলো অক্ষত রেখে এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে শাওমি তাদের স্মার্টফোনে MIUI রম সরবরাহ করে থাকে।যদিও এটি এখনই আপনার ডিভাইসে চলে আসবে না। বর্তমানে এন্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ভার্সন ১২ বেটা আছে। এটি একটি ফ্ল্যাট ঘরানার ডিজাইন এবং উন্নততর ডার্ক মোড নিয়ে এসেছে যাতে থাকছে নতুন হেলথ অ্যাপ এবং আরো বেশি প্রাইভেসি কন্ট্রোল।MIUI ১২ তে থাকছে নতুন অ্যাপ লঞ্চ এনিমেশন। এর ডার্ক মোড ২.০ দিচ্ছে ওয়ালপেপার ও টেক্সট ফন্টে নতুন কিছু কালার এবং সাইজ এডজাস্টমেন্ট যার ফলে এগুলোর সাথে ডার্ক মোড আরো বেশি সুন্দর দেখাবে ।এছাড়াও নতুন লাইভ ওয়ালপেপার যেগুলো লক স্ক্রিনে স্পেস ভিউ থেকে শুরু করে ফোন আনলক এর সাথে সাথে এরিয়েল ভিউতে নিয়ে যাবে।এমআইইউআই ১২ অ্যান্ড্রয়েড ১০ এর নেভিগেশন সিস্টেম প্রায় অপরিবর্তিত রেখে দিয়েছে এবং নোটিফিকেশন ম্যানেজমেন্ট আরো উন্নত করেছে।এতে ফোনের প্রাইভেসিকে অনেক গুরুত্ব দিয়েছে। রমটি অ্যাপের আচরণ ট্রাক করছে এবং কোন অ্যাপের আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে ব্যবহারকারীকে সেটি জানাচ্ছে। এছাড়া শাওমি নতুন একটি ভার্চুয়াল আইডি সিকিউরিটি প্রটোকল ব্যবহার সম্প্রতি শুরু করেছে যাতে কোন সন্দেহজনক অ্যাপ ফোনের গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস না করতে পারে।এমআইইউআই ১২ ক্লোজড বেটা টেস্টিং বর্তমানে চীনা ব্যবহারকারীদের জন্য চালু আছে, যেটার স্ট্যাবল ভার্সন জুন মাসে রিলিজ হবে বলে জানিয়েছে শাওমি। আর অপারেটিং সিস্টেমটির গ্লোবাল ভার্সন কবে আসবে সেটা কিছুদিন পর জানা যাবে।
শাওমি স্মার্টফোনে এমআইইউআই এর নতুন ভার্সন MIUI 12 প্রকাশিত হয়েছে। এমআইইউআই এবং আগের এন্ড্রয়েডের মধ্যে প্রধান পার্থক্য হল এর ফিচার এবং ইউজার ইন্টারফেসে। অ্যান্ড্রয়েড এর মূল বৈশিষ্ট্যগুলো অক্ষত রেখে এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে শাওমি তাদের স্মার্টফোনে MIUI রম সরবরাহ করে থাকে।যদিও এটি এখনই আপনার ডিভাইসে চলে আসবে না। বর্তমানে এন্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ভার্সন ১২ বেটা আছে। এটি একটি ফ্ল্যাট ঘরানার ডিজাইন এবং উন্নততর ডার্ক মোড নিয়ে এসেছে যাতে থাকছে নতুন হেলথ অ্যাপ এবং আরো বেশি প্রাইভেসি কন্ট্রোল।MIUI ১২ তে থাকছে নতুন অ্যাপ লঞ্চ এনিমেশন। এর ডার্ক মোড ২.০ দিচ্ছে ওয়ালপেপার ও টেক্সট ফন্টে নতুন কিছু কালার এবং সাইজ এডজাস্টমেন্ট যার ফলে এগুলোর সাথে ডার্ক মোড আরো বেশি সুন্দর দেখাবে ।এছাড়াও নতুন লাইভ ওয়ালপেপার যেগুলো লক স্ক্রিনে স্পেস ভিউ থেকে শুরু করে ফোন আনলক এর সাথে সাথে এরিয়েল ভিউতে নিয়ে যাবে।এমআইইউআই ১২ অ্যান্ড্রয়েড ১০ এর নেভিগেশন সিস্টেম প্রায় অপরিবর্তিত রেখে দিয়েছে এবং নোটিফিকেশন ম্যানেজমেন্ট আরো উন্নত করেছে।এতে ফোনের প্রাইভেসিকে অনেক গুরুত্ব দিয়েছে। রমটি অ্যাপের আচরণ ট্রাক করছে এবং কোন অ্যাপের আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে ব্যবহারকারীকে সেটি জানাচ্ছে। এছাড়া শাওমি নতুন একটি ভার্চুয়াল আইডি সিকিউরিটি প্রটোকল ব্যবহার সম্প্রতি শুরু করেছে যাতে কোন সন্দেহজনক অ্যাপ ফোনের গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্সেস না করতে পারে।এমআইইউআই ১২ ক্লোজড বেটা টেস্টিং বর্তমানে চীনা ব্যবহারকারীদের জন্য চালু আছে, যেটার স্ট্যাবল ভার্সন জুন মাসে রিলিজ হবে বলে জানিয়েছে শাওমি। আর অপারেটিং সিস্টেমটির গ্লোবাল ভার্সন কবে আসবে সেটা কিছুদিন পর জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন